ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কালিগঞ্জে বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সেহারা, খানজিয়া ও দুদুড়িয়া গ্রামে স্থাপিত সাড়ে ৭ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন করেন।



কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম হাওলাদার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক-ই-এলাহী প্রমুখ।

পল্লীবিদ্যুৎ সূত্রে জানা গেছে, উপজেলার নলতা ইউনিয়নের সেহারা, খানজিয়া ও দুদুড়িয়া গ্রামে ৭৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। ফলে, ওই তিন গ্রামের চার’শ ২১টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।

পরে স্বাস্থ্য মন্ত্রী ফিতা কেটে উপজেলার সেহারা প্রাথমিক বিদ্যালয় এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সাইক্লোন সেন্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
আরএমআই/পিসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।