ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে কূপ খননের প্রস্তুতি চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে কূপ খননের প্রস্তুতি চলছে

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ও ভাটেরা ইউনিয়নে অবস্থিত ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ খননের জন্য রিগ ‘বিজয়’ স্থাপন করার কাজ চলছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের তত্ত্বাবধানে মঙ্গলবার এ কাজ শুরু হয়।



প্রকল্প কাজের ড্রিলিং ইনচার্জ রেজাউল করিম বাংলানিউজকে জানান, আবহাওয়া অনুকূলে থাকলে সেপ্টেম্বর মাসের মধ্যেই পাঁচ নম্বর কূপের খনন কাজ শুরু হবে। বর্তমানে তিন নম্বর কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট ও চার নম্বর কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে এক ও দুই নম্বর কূপ থেকে আপাতত গ্যাস উৎপাদন হচ্ছে না।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাকী বিকেল ৪টার বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে পাঁচ নম্বর কূপ থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
এসআই/এমজেডআর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।