ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নাটোরে বিদ্যুৎ সপ্তাহ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩

নাটোর: বিদ্যুৎ সাশ্রয় করি, আলোকিত বাংলাদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে নাটোরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যুৎ অফিসে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাফর উল্লাহ ও জেলা বিদ্যুৎ সরবরাহ অফিসের প্রকৌশলী ফেরদৌস আলম।

শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী আব্দুল আওয়াল, উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম, অফিস সহকারী (এলডিএ) মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৩
আরএমআই/পিসি/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।