ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

চান্দিনায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৩
চান্দিনায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপন

চান্দিনা (কুমিল্লা): ‘বিদ্যুৎ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৩ উদযাপিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় থেকে একটি ৠালি বের হয়।

ৠালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমিতির কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোছলেহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম খান, এজিএম (সদস্য সেবা) জিয়াউল হক, জুনিয়র ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলামসহ সমিতির কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।

প্রসঙ্গত-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।