ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ সুনামগঞ্জ সিপিবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ সুনামগঞ্জ সিপিবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে সভা করেছে জেলা সিপিবি। সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি শাহদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকার ছয় বার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটেছে। এ সরকার আবারো বিদ্যুতের দাম বৃদ্ধির চেষ্টা করছে।

কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণ মেনে নেবে না। প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।


বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।