ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ময়মনসিংহে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ৪, ২০১৪
ময়মনসিংহে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহে আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের দুর্ভোগ এড়াতে গত দু’দিন ধরে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ও শহরে মাইকিং করে এ বিষয়টি অবহিত করেছে স্থানীয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



তিতাস গ্যাস সূত্র জানায়, জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহ তিতাস গ্যাস অফিস সংলগ্ন বিভিন্ন ব্যাসের গ্যাস পাইপ লাইন নিয়ন্ত্রণ ও বাল্ব শিফটিং’র টাইইন’র কাজের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) মাহাবুবুর রহমান জানান, “গ্যাস না থাকার বিষয়টি গ্রাহকদের আগাম জানানো হয়েছে। ১০ ঘণ্টা পর গ্রাহকরা গ্যাস পাবেন। ”

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।