ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে বুধবার। এইদিন জাতীয় গ্রিডে যোগ হয়েছে ৭৪০৩ মেগাওয়াট বিদ্যুৎ।



যা এক দিন আগে মঙ্গলবারের মোট ‍উৎপাদনের চেয়ে ৩২ মেগাওয়াট বেশি। মঙ্গলবারের উৎপাদনও ছিলো রেকর্ড পরিমাণ ৭৩৭১ মেগাওয়াট।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বাংলানিউজকে বিদ্যুৎ উৎপাদনের এই নতুন রেকর্ডের কথা জানান।

তিনি জানান, দেশে বিদ্যুৎ উৎপাদন একের পর এক নতুন রেকর্ড গড়ছে।

এর আগে সর্বোচ্চ রেকর্ড হয় গত ৩০ মার্চ। এই দিন উৎপাদন ছিলো ৭৩৫৭ মেগাওয়াট।
 
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।