কক্সবাজার: বিদ্যুৎ উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে মহেশখালীতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এভাবে মহেশখালীকে দেশের এনার্জি হাব আইল্যান্ড হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কক্সবাজারে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
হিলডাউন সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্টিত এ সভায় তিনি আরো বলেন, বর্তমান সরকার কক্সবাজারের উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫