নাটোর: গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরের নতুন একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন।
রোববার (৩ মে) বিকেলে এ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন তিনি।
তেল ভিত্তিক (ফার্নেস ওয়েল) ৫২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন এ বিদ্যুৎ কেন্দ্রটি শ্রীলংকার কোম্পানি রাজলংকা পাওয়ার ও বাংলাদেশের একটি কোম্পানি যৌথ মালিকানায় স্থাপন করেছে।
শহরের বড়ভিটা এলাকায় ২০১৩ সালের ১৬ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য শ্রীলংকার রাজলংকা কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। কেন্দ্রটির নির্মাণ ব্যয় ধরা হয় চারশ’ কোটি টাকা।
এটির প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয় ২০১৪ সালের জানুয়ারি মাসে। কেন্দ্রটিতে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ঘণ্টায় জাতীয় গ্রিডে সরবরাহ হয় ৫২ মেগাওয়াট বিদ্যুৎ।
কেন্দ্রটি চালু হওয়ায় পর থেকে এলাকার কৃষি ও শিল্প কলকারখানায় বিদ্যুতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ০৩, ২০১৫
পিসি/