ঢাকা: ফের বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ।
এদিকে আবাসিকসহ অন্য ক্ষেত্রে বাড়লেও সেচের ক্ষেত্রে দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিইআরসি’র একটি সূত্র। এছাড়া সার ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের দাম অপরিবর্তিত থাকতে পারে বলেও জানা গেছে। তবে বাকি ক্ষেত্রগুলোয় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি পেতে পারে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই মূল্য কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিইআরসি সূত্র।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
ইএস/আরআই
** শিগগিরই বাড়ছে বিদ্যুৎ-গ্যাসের দাম