ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মাগুরায় বিদ্যুৎ শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
মাগুরায় বিদ্যুৎ শ্রমিকদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় বিদ্যুৎ সেক্টরে ট্রেড ইউনিয়ন বাতিলের নির্দেশনার বিরুদ্ধে কর্মবিরতি, মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে বিদ্যুৎ শ্রমিক লীগ।

সোমবার(৩১ আগস্ট)দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি শেষে শহরের বিদ্যুৎ অফিসে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানববন্ধন করে শ্রমিকরা।



সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

খান রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, শ্রমিক নেতা রফিক সেরনিয়াবাদ, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৪২ আগস্ট ৩১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।