ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মধুপুরের তিন গ্রাম বিদ্যুৎ সংযোগের আওতায়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মধুপুরের তিন গ্রাম বিদ্যুৎ সংযোগের আওতায় ফাইল ফটো

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার তিন গ্রামের সহস্রাধিক পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগের আওতায় এসেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত পৃথক তিনটি অনুষ্ঠানের মাধ্যমে সাবেক খাদ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য (এমপি) ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সংযোগের উদ্বোধন করেন।



পল্লী বিদ্যুৎ মধুপুর জোনাল অফিসের ম্যানেজার (ডিজিএম) মোল্লা আবুল কালাম আজাদ জানান, অরণখোলা ইউনিয়নের পিরোজপুর গ্রামের সাড়ে সাত বর্গ কিলোমিটারের ৩৬৩ জন, আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের সাড়ে চার বর্গ কিলোমিটারের ২২০ জন ও একই ইউনিয়নের রানিয়াদ গ্রামের ১২ বর্গ কিলোমিটারের ৫১২ জন নতুন গ্রাহক এই সংযোগের আওতায় এলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুর রশিদ মৃধা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন ও স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।