চাঁদপুর: চাঁদপুর শহরের পাওয়ার হাউজ এলাকায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হঠাৎ আগুনের সূত্রপাত। উৎপাদন যন্ত্রের চেম্বারে পানি সংকটের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন দায়িত্বরত কর্মকর্তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন। আগুনের শিখা জ্বলে ওঠার পর পুরো শহরে বিদ্যুৎ সরবার বন্ধ হয়ে যায়।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আনোয়ারুল হক বাংলানিউজকে জানান, বিদ্যুৎ কেন্দ্রের মূলস্থানে চেম্বার নামক যন্ত্রের পানি কমে যাওয়ার কারণে হঠাৎ করে আগুন লেগে উপরের দিকে ওঠে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি জানান, এ ঘটনার পর প্রায় ১ ঘণ্টা পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ভোর ৫টার পর আবার সরবরাহ স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইএ