ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যু‍ৎ সংযোগ নিতে ঘুষ না দেওয়ার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বিদ্যু‍ৎ সংযোগ নিতে ঘুষ না দেওয়ার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: বিদ্যুতের সংযোগ নিতে কখনও দালাল চক্রকে একটি টাকাও ঘুষ না দেওয়ার আহ্বান জানিয়েছেন নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু।

সোমবার (১১ জানুয়ারি) রাতে আটপাড়া উপজেলার দূওজ ইউনিয়নের গৃদান টেংগা ও তেলিগাতী ইউনিয়নের কামারগাতী গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।



ইফতেকার উদ্দিন বলেন, সরকার যখন বিনামূল্যে বিদ্যু‍ৎ দিচ্ছে, তখন আপনারা (জনগণ) কেন ঘুষ দিয়ে দালাল চক্রের পেট ভরাবেন? বিদ্যুতের সংযোগ নিতে কেউ কখনও দালাল চক্রকে একটি টাকাও ঘুষ দিবেন না।

জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, ঘুষ কেন দেবেন, আপনাদের এমপি কি টাকা খায়? আওয়ামী লীগ সরকার কি টাকা খায় ?

এ এমপি বলেন, যদি বিদ্যুতের সংযোগ নেওয়ার সময় ঘুষের জন্য কোনো গ্রাহকের ওপর দালাল চাপ প্রয়োগ করে, তাহলে সেই দালালকে সবাই এক হয়ে পুলিশে সোপর্দ করেন।

অনুষ্ঠানে দূওজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ও তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটি এম শহিদুজ্জামান হেলিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু এবং পল্লী বিদ্যুৎ সমিতি মদন জোনাল অফিসের ডিজিএম বিজয় কৃষ্ণ সাহা।

এছাড়া অনুষ্ঠানে আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস, সহ-সভাপতি সুমন খান, সাধারণ সম্পাদক মো. তানভীর কামরুজ্জামান কামাল ও আতিকুর রহমান বিদ্যা বক্তব্য দেন। এ সময় বিএনপির আট কর্মী আওয়ামী লীগে যোগ দেন। তাদের ফুলের মালা দিয়ে দলীয় কর্মী হিসেবে বরণ করে নেন এমপি ইফতেকার।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।