ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কেরানীগঞ্জে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
কেরানীগঞ্জে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা): শতভাগ পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন করেছে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কর্মীরা।

সোমবার (২৭ জুন) বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।

জুনিয়ার ইঞ্জিনিয়ার মামুন হোসেন, আনিসুর রহমান, মোতাহার হোসেন, মজিবর রহমান, ওয়্যারিং ইন্সপেক্টর এডুইন কমল বিশ্বাস, লাইনম্যান রেজাউল করিম, হারুন, আমিনুল হোসেনসহ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিনজিরা, কলাতিয়া, শুভাঢ্যা ও হাসনাবাদ জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন করেন।

এসময় তারা বলেন- দেশের বিদ্যুৎ সেক্টরের ৭০ ভাগ সেবা আমরা দিয়ে থাকি। কিন্তু আমাদের শতভাগ পে-স্কেল দেওয়া হচ্ছে না। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছি। অথচ আমরাই সবচেয়ে বেশি বঞ্চিত। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়িত না হলে মঙ্গলবার (২৮ জুন) থেকে অবস্থান ধর্মঘট করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।