ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিটে উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিটে উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে ৪৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ইউনিট চারটির উৎপাদন বন্ধ হয়ে যায় বলে বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ জানিয়েছে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলোতে উৎপাদন শুরু করতে ইতোমধ্যে প্রকৌশলীরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।