ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কোম্পানীগঞ্জে পরীক্ষামূলকভাবে গ্যাসকূপ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
কোম্পানীগঞ্জে পরীক্ষামূলকভাবে গ্যাসকূপ উদ্বোধন

নোয়াখালী: বাণিজ্যিক ব্যবহারের জন্য নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের সুন্দলপুর-শাহাজাদপুর গ্যাস খনন প্রকল্পের দুই নম্বর কূপ পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশদ ইসলাম গ্যাসকূপ উদ্বোধন করেন।  

এসময় তিনি জানান, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফলভাবে দেশের এ গ্যাসকূপের আনুষ্ঠানিক পরীক্ষামূলক উদ্বোধন করা হলো।

এ গ্যাসকূপে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে কিংবা প্রতিদিন কী পরিমাণ গ্যাস উত্তোলন করা যাবে তা এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত যে এখানে বাপেক্সের একটি সফল বাণিজ্যিক গ্যাস ফিল্ডের সন্ধান পাওয়া গেছে। এখানে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তা পর্যাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

সুন্দলপুর-শাহাজাদপুর-২ প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ২০০৪ সালের অক্টোবর মাসে শাহজাদপুর গ্রামে পাঁচ একর জমি অধিগ্রহণ করে প্রকল্পের কাজ শুরু করা হয়। এখানে ৩২ হাজার ২৩৫ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ৬২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে বাপেক্স নিজস্ব প্রযুক্তিতে প্রকল্পটি খনন করে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।