ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে-ছবি: বাংলানিউজ

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামে একশ’ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার সরকারের সভাপতিত্বে এ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশে বিদ্যুতের উৎপাদন বাড়ায় গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে।

বিদ্যুৎসংযোগ নিয়ে গ্রামীণ জনপদের মানুষেরা উন্নয়নমূলক নানা কার্যক্রমে নিজেদের নিয়োজিত করতে পারছেন।

দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। যার সুফল হিসেবে সিংড়া উপজেলায় বিগত আট বছরে ৩৫ হাজার গ্রাহকের বাড়িতে নতুন সংযোগ দেওয়া হয়েছে, যোগ করে প্রতিমন্ত্রী পলক।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদরিস আলী প্রমুখ।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. বেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, এক দশমিক ৬৯ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে সিংড়ার কৈগ্রাম, নলপুকুরিয়া, আনুলিয়াপাড়া ও কয়াপাড়া গ্রামের ১০০ বাড়িতে নতুন বিদ্যুৎসংযোগ দেয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ২৩ দশমিক ৮৭ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।