ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

লাফ্স গ্যাস বাংলাদেশে সিলিন্ডার কারখানা স্থাপন করবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
লাফ্স গ্যাস বাংলাদেশে সিলিন্ডার কারখানা স্থাপন করবে লাফ্স গ্যাস বাংলাদেশে সিলিন্ডার কারখানা স্থাপন করবে/ছবি: শোয়েব মিথুন

ঢাকা: লাফ্স গ্যাস লিমিটেড সিলিন্ডার তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশে। এর প্রধান লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে গ্রাহকের কাছে এলপি গ্যাস সরবরাহ করা।

লাফ্স গ্যাস বাংলাদেশ লিমিটেড’র ডব্লিউ কে এইচ ওয়েগাপিটিয়া এ ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে  শ্রীলংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি এ ঘোষণা দেন।

শ্রীলংকান মালিকানাধীন প্রতিষ্ঠান লাফ্স গ্যাস ২০০১ সালে বাংলাদেশে ক্লিনহিট এলপিজি নামে যাত্রা শুরু করে। বর্তমানে লাফ্স, পেট্রোগ্যাস ও ক্লিনহিট নামে বাজারজাত করছে। যার সারাদেশে রয়েছে বিস্তৃত নেটওয়ার্ক।

কোম্পানিটি বছরে ৫০ হাজার মেট্রিক টন এলপিজি বাজারজাত করার সক্ষমতা অর্জন করেছে। স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে এক হাজার ৮০০ মেট্রিক টন। আরও দুই হাজার ২০০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন স্টোরেজ নির্মাণাধীন রয়েছে বলে জানা গেছে।

মূল ফিলিং পয়েন্ট মংলাতে অবস্থিত। তবে এর বাইরেও স্যাটেলাইট ফিলিং স্টেশন রয়েছে কোম্পানিটির।

ডব্লিউ কে এইচ ওয়েগাপিটিয়া বলেন, ভোক্তাদের দোরগোড়ায় লাফ্স এলপি গ্যাস সহজলভ্য করার পাশাপাশি গুণগতমান ধরে রাখাই হবে আমাদের লক্ষ্য। বিপুল চাহিদার কথা বিবেচনা করে আমরা দেশিয়ভাবে সিলিন্ডার উৎপাদনের পরিকল্পনা নিয়েছি।

তিনি মনে করেন, বাংলাদেশে বিনিয়োগের আরও অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে। যেখানে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ এবং শ্রীলংকা উভয়েই লাভবান হতে পারে।
 
বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার অনেক মিল রয়েছে বলেও মন্তব্য করেন ডব্লিউ কে এইচ ওয়েগাপিটিয়া।

নৈশভোজ পূর্ববর্তী আলোচনা পর্বে পুরো সময়জুড়ে অবস্থান করেন বাংলাদেশ সফররত শ্রীলংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এ সময় আরো বক্তব্য রাখেন- শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রবি করুনানায়েক, বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্প্রদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক।

নৈশভোজে বাংলাদেশ এবং সফররত শ্রীলংকান ব্যবসায়ীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এসআই/এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।