ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

হাতিয়ায় ২ ইউনিয়নে নতুন বিদ্যুত সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
হাতিয়ায় ২ ইউনিয়নে নতুন বিদ্যুত সংযোগ হাতিয়ায় ২ ইউনিয়নে নতুন বিদ্যুত সংযোগ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পল্লীবিদ্যুত সমিতির অধীনে দুই ইউনিয়নে নতুন বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার হরণী ইউনিয়ন ও চানন্দী ইউনিয়নে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস।

নোয়াখালী পল্লীবিদ্যুত সমিতির অধীনে হরণী ও চানন্দী ইউনিয়নের সাড়ে আট কিলোমিটারব্যাপী এলাকার ৫৫৫ জন নতুন গ্রাহকের মধ্যে এ বিদ্যুত সংযোগ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- পল্লীবিদ্যুত কুমিল্লা অঞ্চলের ডিজিএম জহিরুল করিম, হাতিয়া পৌরসভার মেয়র একেএম ইউছুপ আলী, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মহিউদ্দিন মুহিন, চেয়ারম্যান ঘাট মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইসমাঈল মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।