ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

২০১৮ সালের মধ্যে সারা দেশ বিদ্যুতায়নের আওতায় আনা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
২০১৮ সালের মধ্যে সারা দেশ বিদ্যুতায়নের আওতায় আনা হবে ২০১৮ সালের মধ্যে সারা দেশ বিদ্যুতায়নের আওতায় আনা হবে

সিলেট: ২০১৮ সালের মধ্যে সারা দেশ বিদ্যুতায়নের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, সরকারের যত টার্গেট আছে, তা ২০২৪ সালের মধ্যে পূরণ হবে। ২০৩০ সালের মধ্যে দরিদ্রতা থাকবে না।

তবে ৭ শতাংশের মতো থাকলেও তা রাষ্ট্রের ওপর নির্ভর করবে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সীমান্তিকের ৪০বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এনজিও এক্টিভিটিস বাংলাদশের মতো আর কোনো দেশে নেই। এদের মধ্যে জন্মলগ্ন থেকেই সীমান্তিক স্বাস্থ্য, শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করেছে।

সীমান্তিকের চেয়ারম্যান মাজেদ আহমদ চঞ্চল'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক সমাজকল্যাণ উপদষ্টা প্রফেসর ডা. সৈয়দ মুদাচ্ছের আলী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন, সীমান্তিকের পৃষ্ঠপোষক ড. আহমদ আল কবীর।

অনুষ্ঠানের অতিথিদের সীমান্তিকের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।