ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নন্দীগ্রামে আলোকিত হলো ৩৫৪ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
নন্দীগ্রামে আলোকিত হলো ৩৫৪ পরিবার দ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন

বগুড়া: বিদ্যুতের আলোয় আলোকিত হলো বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের তিন গ্রামের ৩৫৪টি পরিবার।
 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের রোস্তমপুর আনজুতোলা বাজারে বিদ্যুতায়নের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

প্রধান অতিথি বক্তব্যে রেজাউল করিম তানসেন বলেন- দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিদ্যুতায়নের বিকল্প নেই।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামগ্রীক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পরে পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক মাহাফুজার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপিস্থিত ছিলেন- বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম রেজাউল করিম, নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিএন সরকার, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ালিউল ইসলাম, জাসদ নেতা জিয়াউল হক শাহীন, আওয়ামী লীগ নেতা মজনু, পল্লি বিদ্যুতের ইন্সেপেক্টর আব্দুস সাত্তার প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর, কালিয়াগাড়ী ও চাতরাগাড়ী গ্রামে মোট ৬১ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে এ বিদ্যুতায়নের কাজ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।