ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ধামইরহাটে ২৫৬ পরিবারে বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ধামইরহাটে ২৫৬ পরিবারে বিদ্যুৎ সংযোগ ২৫৬ পরিবারে বিদ্যুৎ সংযোগেরে উদ্বোধন করছেন মো. দেলদার হোসেন

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে আড়াই শতাধিক পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আঙ্গরত (কলোনি) গ্রামের ২৫৬টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন।

ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম হানিফ রেজা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এটিএম বদিউল আলম প্রমুখ।

    

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।