ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পদক পেলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
পদক পেলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের হাতে পদক তুলে দিচ্ছেন রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গিমেনেজ ডি আজকারেট। ছবি: সংগৃহীত

ঢাকা: স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘কমিটমেন্ট টু দ্যা নাম্বার অব দ্যা সিভিল মেরিট অর্ডার’ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিমন্ত্রী নসরুল হামিদের হাতে এ পদকটি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গিমেনেজ ডি আজকারেট।

দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখাতে  স্পেনের  রাজা ষষ্ঠ ফিলিপ বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এ পদক দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এ পদক বিতরণের মাধ্যমে দুই দেশে সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হবে ও স্পেন গৌরবান্বিত বোধ করছে।

ব্যবসা বাণিজ্যের বাইরের স্পেন জাতিসংঘে বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সমর্থন জানানোর জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্পেনের রাজা ও জনগণকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।