ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে।
সোমবার (১৯ মার্চ) রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বিষয়টি জানান।
সাইফুল হাসান চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় প্রথমবারের ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
এজন্য কোথাও কোনো লোডশেডিং ছিল না। গত কয়েকদিন ধরেই সন্ধ্যায় বিদ্যুৎ উৎপাদন ৯ হাজার ৮০০ থেকে ৯০০ মেগাওয়াটের মতো হচ্ছিল। আজ তা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে।
এর আগে, ২০১৭ সালে সর্বোচ্চ ৯ হাজার ৭০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।