লাইনটি নির্মাণের জন্য বুধবার (২৮ মার্চ) পিজিসিবি প্রধান কার্যালয়ে ভারতীয় প্রকৌশল প্রতিষ্ঠান কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লি. এর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী আগামী ১৫ মাসের মধ্যে টার্নকী পদ্ধতিতে সঞ্চালন লাইনটি নির্মাণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে কল্পতরু।
৮২.২১ কোটি টাকা ব্যায়ে এ কাজে অর্থায়ন করছে পিজিসিবি ও বাংলাদেশ সরকার।
পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং কল্পতরু’র পক্ষে ব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) অরিত্র বোস চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক চৌধুরী আলমগীর হোসেন, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ শফিকউল্লাহ, মো. শাফায়েত হোসেন, প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক মো. রুব্বাতুল ইসলামসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
পিআর/জেডএস