বুধবার (১১ এপ্রিল) রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এর চারটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পিজিসিবি ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গৌর গোপাল সরকার জানান, রাত ৮টার দিকে সঞ্চালন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মঞ্জুরুল আলম জানান, শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শতাধিক ব্যারেল জ্বালানি তেল থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুনে একটি ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডে প্রাথমিক ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
জেডএস