বুধবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে শেভরনের সহায়তায় সুইস কন্ট্রাক্টের ‘উন্নত জীবনের জন্য কারিগরি দক্ষতা: উত্তরণ প্রকল্পের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, উন্নত দেশ গড়তে দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মী দরকার; তাদের নেতৃত্বগুণে প্রকাশ পাবে দেশপ্রেম ও কর্মনিষ্ঠা।
উত্তরণ হলো উন্নত জীবনের লক্ষ্যে তিন বছর মেয়াদী একটি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, যা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মোট ১৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০১৬ সালের আগস্ট মাস থেকে শুরু হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন নালয়ন ও সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অণির্বান ভৌমিক।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এইচএ/