বুধবার (০৪ জুলাই) সংসদের ২১তম অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিলটি উত্থাপন করেন। পরে বিলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে বিলটি চূড়ান্ত করার জন্য সময় দিয়েছে মন্ত্রণালয়।
আরও পড়ুন>>
** সংসদে ক্যান্টনমেন্ট বিল পাস
বিলে বলা হয়, ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর মেয়াদ আগামী ১১ অক্টোবর ২০১৮ তারিখে শেষ হয়ে যাবে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হযেছে।
‘তবে সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে এ আইনের মেয়াদ বাড়ানো আবশ্যক। ’
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এসএম/এমএ