মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তেজগাঁও বিএসটিআই’র প্রধান কার্যালয়ে আয়োজিত ‘বিদ্যুৎ সাশ্রয়ী স্টার লেবেলিং পণ্য’ বিষয়ক জনসচেতনতামূলক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিএসটিআই’র মহাপরিচালক বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে আমরা অঙ্গীকারবদ্ধ।
বিএসটিআই’র পরিচালক (পদার্থ) প্রকৌশলী শামীম আরা বেগমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ডা. আখতারুজ্জামান, প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদসহ বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া সেমিনারে শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাক্চারিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও স্টেক হোল্ডাররা অংশগ্রহণ করেন।
বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষিত ও সনদপ্রাপ্ত বিদ্যুৎ সাশ্রয়ী স্টার লেবেলিং পণ্য যেমন:- এসি, ফ্রিজ, সিলিং ফ্যান, ইলেকট্রিক মোটর ও বৈদ্যুতিক বাতি বাজারে পাওয়া যাচ্ছে এসব পণ্যে পাঁচ স্টার পর্যন্ত দেওয়া হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা ডিসেম্বর ১৮, ২০১৮
জিসিজি/জিপি