ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

করোনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বাড়তি নিরাপত্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
করোনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বাড়তি নিরাপত্তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প/ফাইল ছবি

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে পাবনার রূপপুরসহ রাশিয়ার নির্মাণাধীন সব পারমাণবিক প্রকল্পে বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)।

শুক্রবার (২৭ মার্চ) রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রোসাটমের সহযোগিতায় বাংলাদেশের পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিস্থিতিতে সাধারণ জনগণের জীবন ও স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ অবস্থায় রাশিয়ার সব পারমাণবিক প্রকল্পে বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ স্থাপনাগুলোতে অতিরিক্ত যে নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, যথাসম্ভব বেশি লোককে দূর থেকে কাজের সুযোগ, প্রচুর পরিমাণে ব্যক্তিগত সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল ইত্যাদি। এছাড়াও স্থাপনার সর্বত্র এবং ব্যবহৃত সব যানবাহনে জীবাণুমুক্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যে সব্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলায় অতিরিক্ত জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া রোসাটমের তত্ত্বাবধানে অন্য দেশে নির্মিত প্রকল্পের জন্য সংশ্লিষ্ট দেশের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও সরকারের অতিরিক্ত নির্দেশনা অনুসরণ করতে সংস্থাটি প্রস্তুত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসকে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।