ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

প্রতিদিন ৮ ঘণ্টা করে ৪ দিন কুষ্টিয়ায় বিদ্যুৎ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ১৯, ২০২০
প্রতিদিন ৮ ঘণ্টা করে ৪ দিন কুষ্টিয়ায় বিদ্যুৎ বন্ধ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা করে চার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (ওজোপাডিকো)।

১৯, ২০, ২৬ ও ২৭ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলাসহ যেসব অঞ্চলের বিতরণ লাইনের সংযোগ রয়েছে এই গ্রিডে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান জানান, কুষ্টিয়া বটতৈলের গ্রিডে ১৩২ কেভি লাইনের উন্নয়ন এবং বিদ্যমান চাহিদা বৃদ্ধির ফলে পিজিসিবি কর্তৃক কন্ডাক্টর পরিবর্তনসহ সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ক্রমবর্ধমান কোভিড-১৯ প্রাদুর্ভাবের জেলা হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব সচল রাখতে এবং হাসপাতালে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হবে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।