ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রাতে দোকান খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়ানোর দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
রাতে দোকান খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়ানোর দাবি

হবিগঞ্জ: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এ সময়ের পর কোনো দোকান খোলা রাখলে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এই বেঁধে দেওয়া সময় দুই ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন হবিগঞ্জের ব্যবসায়ীরা।
 
সোমবার (২৫ জুলাই) হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের মাধ্যমে ব্যবসায়ীরা এই স্মারকলিপি দেন।
 
স্মারকলিপিতে বলা হয়, করোনা মহামারির কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেকেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ শোধ করতে পারছেন না। এরপরও ব্যবসায়ীরা জাতীয় সংকটে সরকারকে সহযোগিতা করছেন।
 
কিন্তু রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছেন। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের ব্যবহার কমিয়ে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানিয়েছেন তারা।
 
স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি মো. সামছুল হুদা, সাধারণ সম্পাদক মো. আলমগীর, প্রধান উপদেষ্টা মহিবুর রহমান, বুল্লা বাজার ব্যকসের সভাপতি আশিক আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক মো. জুনাইদ, বানিয়াচং বড় বাজারের সভাপতি মো. নূরুল হক, সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া, চুনারুঘাটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম বকুল, হবিগঞ্জ ব্যকসের সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হেকিম, কোষাধ্যক্ষ সৈয়দ লুৎফুর রহমান সেকুল, দপ্তর সম্পাদক সৈয়দ রোহেন হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আব্দুল কাইয়ুম, সমাজকল্যাণ সম্পাদক শেখ কামরুল ইসলাম, সদস্য সামছুল আলম সাজু, মামুন আহমেদ ও মো. উজ্জ্বল মিয়া।
 
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।