ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পরিমাপে কারচুপি, করিমগঞ্জে ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
পরিমাপে কারচুপি, করিমগঞ্জে ফিলিং স্টেশনকে জরিমানা কারচুপির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

কিশোরগঞ্জ: পরিমাপে কারচুপির দায়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বালিখলা এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

হৃদয় রঞ্জন বণিক বাংলানিউজকে জানান, পরিমাপে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ১৫০ এমএল ও অকটেনে ১৫০ এমএল কম দেওয়ায় বালিখলা এলাকার অর্ণব ট্রেডার্স অ্যান্ড ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান ও জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি তদারকি টিম।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।