ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

হামবুর্গে বিজয় দিবস ও বর্ণাঢ্য পিঠা উৎসব

অতিথি করেসপন্ডেন্ট, জার্মানি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
হামবুর্গে বিজয় দিবস ও বর্ণাঢ্য পিঠা উৎসব

নানা আনুষ্ঠানিকতায় রোববার জাগরণ জার্মান বাংলাদেশ সমিতি হামবুর্গের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয়ের ৫২তম বার্ষিকীও পিঠা উৎসব। এদিন বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা ও জাতীয় সংগীতের মাধ্যমে হামবুর্গ শহরের মিলনায়তনে দিনের কর্মসূচি শুরু হয়।

সংক্ষিপ্ত সভায় সংগঠনের সভাপতি এ্যাপলো এলাহীসহ অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি স্বরনা  আহাম্মেদ ও সাধারণ সম্পাদক ইমন রহমান।

এ সময় আলোচনায় অংশ নেন বাংলাদেশ সমিতির প্রাক্তন সভাপতি আজহার হোসেন, মহসিন শাহ, শাহ আলম, আলম শেখ, আলী আশরাফ, লিজা, মোস্তাফিজ ও ডালি, আব্দুল রবসহ অনেকে।  

আলোচনা শেষেই শুরু হয় প্রবাসীদের তৈরি মজাদার পিঠা উৎসব। উৎসবে পিঠা নিয়ে এসেছিলেন রাজীয়া এ্যাপলো, স্বরনা আহাম্মেদ, সিমু মহসিন শাহ, তানিয়া সাথী, লিজা রহমানসহ অনেকেই। সবশেষে বাংলাদেশকে নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা আগত দর্শকদের বিমোহিত করে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।