ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ঘাতক-দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ড শাখা গঠিত

এম এ হাশেম, সুইজারল্যান্ড থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
ঘাতক-দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ড শাখা গঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেনেভা (সুইজারল্যান্ড): সুইজারল্যান্ডের জেনেভায় ৩১ সদস্য বিশিষ্ট ঘাতক-দালাল নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখা গঠিত হয়েছে।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ২৬ নভেম্বর জেনেভার স্থানীয় এক রেস্টুরেন্টে এক সভায় এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।



ঘাতক-দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ড শাখায় যারা স্থান পেয়েছেন তারা হলেন- সভাপতি পদে সুফ খান মজলিস, সিনিয়র সভাপতি পদে রহমান খলিলুর, সহসভাপতি পদে মসিউর রহমান সুজন, হাসনাত টিপন, সাধারণ সম্পাদক পদে মাসুম খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুল আলম লিটন, মোশারফ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিপন, অর্থ বিষয়ক সম্পাদক পদে মিয়া বাবুল, দফতর সম্পাদক পদে নিজামউদ্দীন, প্রচার সম্পাদক পদে শাহাদাৎ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে সসীম বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোবারক হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাজিয়া সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক পদে শশী খান, যুগ্ম মহিলা সম্পাদক পদে আখিনুর আক্তার।

এ ছাড়া কমিটির কার্যকরী সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- যথাক্রমে শ্যামল খান, আমজাদ হোসেন চৌধুরী, ইমরান খান মুরাদ, কাজী আসাদ, হাসান ইমাম খান, নুর আহমেদ হিরন, আশরাফুল ইসলাম আজাদ, কাজী আজাদ, হাসান খান, সেলিম রেজা, মোহাম্মদ মহসিন, অরুণ বড়ুয়া, আবুল খায়ের মনির।  

এর আগে সুইজারল্যান্ডে ঘাতক-দালাল নির্মূল কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ২৬ নভেম্বর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মাধ্যমে সুইজারল্যান্ডে ঘাতক-দালাল নির্মূল কমিটির কার্যকরী কমিটি গঠিত হলো।

নব গঠিত কমিটির নেতারা বাংলাদেশে ধর্মের নামে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। এ ছাড়া কমিটির সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে প্রবাসে মুক্তিযুদ্ধ বিরোধী চক্রের বিভিন্ন ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ঘাতক-দালাল নির্মূল কমিটি ফ্রান্সের নেতা এবং সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।