ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

টরেন্টোয় বিআইইএস ও ওয়াইসিএআর’র তথ্যচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
টরেন্টোয় বিআইইএস ও ওয়াইসিএআর’র তথ্যচিত্র প্রদর্শনী

ঢাকা: কানাডার টরেন্টোয় বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বিআইইএস) এবং ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইয়র্ক সেন্টার ফর এশিয়ান রিসার্চ (ওয়াইসিএআর) যৌথভাবে তথ্যচিত্র প্রদশর্নী ও গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে।

এ অনুষ্ঠানে ‘কানাডিয়ান এক্সপেরিয়েন্স: শেপিং লাইভস অ্যান্ড জেনারেশনস’ বিষয়ে ওই তথ্যচিত্র প্রদর্শনী ও গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



শনিবার (২৫ জুলাই) টরেন্টোর ৩০৭৯ ড্যানফোর্থ অ্যাভ এ স্থানীয় সময় বেলা ১১টায় এ অনুষ্ঠান শুরু হবে।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও বিশিষ্টজনেরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিআইইএস।
             
বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।