ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতার দূতাবাসে শোক দিবস পালিত

আকবর হোসেন বাচ্চু, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
কাতার দূতাবাসে শোক দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: কাতারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় শোক দিবসের কর্মসূচি।



দূতাবাস প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শুরুতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকার।

এরপর কাতার আওয়ামী লীগের অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।

হাই কমিশনার সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকার, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর (লেবার) ড. সিরাজুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন কন্স্যুলার ও দ্বিতীয় সচিব নাজমুল হক।

সমাপনী বক্তব্যে হাইকমিশনার সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকার বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালির অশ্রু ঝরার দিন। ১৯৭৫ সালের এই দিন বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্যরা। ঘাতকের নির্মম বুলেটে সেদিন ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শাহাদত বরণ করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  

সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকার আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। কিন্তু ঘাতকরা তার স্বপ্নপূরণ করতে দেয়নি। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ব্যবসায়ী ও ইউনাইটেড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান এম সাইফুল আলম, কাতার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সামছুদ্দীন মন্ডল, বাংলাদেশ বিএসসি  ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন কাতার শাখার সভাপতি, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মামুন, যুবলীগ নেতা ফয়েজ আহম্মদ, যুব পরিষদ আহবায়ক মো. সফিকুর রহমান, মো. সেলিম, আওয়ামীলীগ সেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাসেম সরকার, এস কে সফিক, বাংলাদেশ সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক হোসেন সহিদ সারোয়ারদি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতা ও বাংলাদেশ এম ই এইচ স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
 
গণমাধ্যম কর্মী মুসা আহমদ বক্তপুরি, ইউসুফ পাটোয়ারী লিংকন, গোলাম মাওলা হাজারি ও আব্দুল হান্নান রানাও সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, আগস্ট ১৬, ২১০৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।