ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ডেনমার্ক আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটি ষোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
ডেনমার্ক আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটি ষোষণা

ডেনমার্ক: ডেনমার্ক আওয়ামী লীগের নতুন কমিটিতে মোহাম্মদ আলী মোল্লা লিংকনকে সভাপতি ও ড. বিদ্যুত বড়ুয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম. এ গনি এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।



বিবৃতিতে বলা হয়, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ আশা করছে আগামী তিন বছরের (২০১৫-২০১৮) জন্য ঘোষিত কমিটি ডেনমার্কে আওয়ামী লীগের সংগঠনকে আরও বেশি মজবুত ও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত ২০ জুন ডেনমার্কে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ গনি ও বিশেষ অতিথি ছিলেন বজলুর রশিদ বুলু।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত কর্মসূচি বাস্তবায়নে সার্বিক বিষয় আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগের সাংগঠনিক নেত্রী, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক জনাব এম. এ গনির সম্মতিতে বর্তমান কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী দিনে ডেনমার্ক আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে ইউরোপীয়ান আওয়ামী লীগ আশা প্রকাশ করেন। বিবৃতিতে ডেনমার্ক আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দনও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।