ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ভিয়েনায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন

ঢাকা: বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভিয়েনার প্যান এশিয়া হোটেলের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানের শুরুতে জন্মদিনের কেক কাটা হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। অনুষ্ঠান পরিচালনা করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রবাসী লেখক সাংবাদিক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বায়োজিদ মীর, রবেন ডি কস্টা, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, আকতার হোসেন, শামছুল ইসলাম, অধ্যাপক রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, শাহ কামাল, নয়ন হোসেন, আমিনুল ইসলাম, এহসানুল হক হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ ভালো আছে। বাংলাদেশ বিশ্বের দরবারে ইতিবাচক দেশ হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।