ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কানাডায় এমজেএমএফের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাইফুর হাসান, আলবার্টা (কানাডা) থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
কানাডায় এমজেএমএফের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

কানাডা: মাহিনুর জাহিদ স্মৃতি ফাউন্ডেশনের (এমজেএমএফ) উদ্যোগে আলবার্টার আলেক্স  টেলর স্কুলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।



টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে গ্রুপ-এ তে রনি, রবিন, মুশফিকুর, নিগার, তানভীর ও  সাইফ, গ্রুপ-বি তে রকি, আহাদ, সাব্রি, আনিস, মিজানও সালা অংশ নেয়।

এদিকে, আলবার্টায় প্রবাসী সম্প্রদায়ের প্রিয়মুখ  মাহিনুর জাহিদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এমজেএমএফ আলবার্টার স্থানীয় মসজিদে একটি দোয়া  মাহফিল এর আয়োজন করে।

প্রধান ইমাম মৃত্যু সম্পর্কে ধর্মীয় দর্শন নিয়ে আলোচনা করেন এবং মাহিনূরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

২০১২ সালে ৪ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় কানাডায় নিহত হন মাহিনুর জাহিদ (২৭)। তার স্মৃতিকে ধরে রাখতে প্রতি বছর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।