ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

সুইডেনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
সুইডেনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সুইডেন স্টক হোলম শহরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সুইডেন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খেতু মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।



এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, মাসুদ খান, সিরাজুল হক রানা, আরেফ মাহবুব, লাভলু মনোয়ার, দলিল উদ্দিন দুলু।

আরও উপস্থিত ছিলেন গুলজার মিয়া, শাহ আলম, খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মশিউল আলম হান্নান, জামাল আহমেদ, আশরাফ খান, বিপ্লব হক, যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়দুল হক সবুজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিল ইসলাম তানজু প্রমুখ।

সভা পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. ফরহাদ আলী খান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতির জন্ম হতো না। এখন জাতির জনকের কন্যা শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে।

সুইডেন থেকে তাজু আহমেদ বাংলানিউজকে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।