ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে উদযাপিত হবে বাংলা বর্ষবরণ

আনোয়ার হোসেন মামুন, কাতার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
কাতারে উদযাপিত হবে বাংলা বর্ষবরণ

কাতার: কাতারের বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে উদযাপিত হবে বাংলা বর্ষবরণ উৎসব।

আগামী ১৫ এপ্রিল আবু হামুর বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে সাংস্কৃতিক ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

 


ওইদিন স্থানীয় সময় বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

মেলার বিভিন্ন স্টলে থাকবে পান্তা-ইলিশ, পিঠাপুলি সহ বিভিন্ন মজাদার খাবার। নামমাত্র মূল্যে এসব দেশি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারবেন যে কেউ।

মেলার স্টল বরাদ্দ চলছে, স্টলের ভাড়া কাতারি ৬০০ রিয়াল, মেলায় স্টলের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে ৩৩১১ ৭১৮৭।

বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী ও কাতারের বিভিন্ন অ্যান্ড দল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকবে।

কাতারের বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হক জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের নির্দেশে সেখানকার বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অনুষ্ঠানের নিমন্ত্রণ করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ০১২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।