ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিডনিতে ‘প্রতীতি’র বাংলা নববর্ষবরণ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
সিডনিতে ‘প্রতীতি’র বাংলা নববর্ষবরণ  প্রতীতি’র বর্ষবরণ অনুষ্ঠান। ছবি: ছবি: সরকার কবিরউদ্দিন

সিডনি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ করা হয়েছে। 

রোববার (২৩ এপ্রিল) সিডনি’র ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে ‘আনন্দতরঙ্গ উঠে দশ দিকে’ শীর্ষক এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

প্রথিতযশা সংগীত শিল্পী সিরাজুস সালেকীনের অংশগ্রহণ এবং সঞ্চালনায় অনুষ্ঠানে সিডনিবাসী বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

এতে ঐতিহ্যবাহী বাংলা গান, গণসংগীত, নৃত্য এবং আবৃত্তি হলভর্তি দর্শকদের মুগ্ধ করে।  

প্রতীতি বরাবরের মতোই যথাসময়ে সকাল সাড়ে ১০টা বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে।  

প্রায় বিশ বছর ধরে মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশনায় সবার মনে ‘সিডনির ছায়ানট’ বলে পরিচিত প্রতীতি।  

অনুষ্ঠানে সদ্যপ্রয়াত কিংবদন্তি শিল্পী লাকী আখন্দ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।