বাংলাদেশ দূতবাসের ডিফেন্স উইংসের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।
ফরাসি গণমাধ্যম এবং দেশটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সামনে বর্তমান সরকারের ৯ বছরের অগ্রযাত্রা এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন নিয়ে ফরাসি ভাষায় নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রদর্শীত হয়।
বাংলাদেশ দূতাবাস ডিফেন্স উইংসের উদ্যোগে প্যারিসের অভিজাত হোটেল মেরকুরীর বল রুমে অনুষ্ঠিত এ সেমিনারে দূতাবাসের প্রথম সচিব নির্জর অধিকারীর সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। দূতবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহসিন স্থিরচিত্রের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রা এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন- চিত্রশিল্পী শাহাব উদ্দিন, ফরাসি গণমাধ্যমের প্রতিনিধিরা।
উন্নয়ন, সংস্কৃতি, কৃষ্টি-কালচার, অসাম্প্রদায়িক বাংলাদেশসহ সামগ্রিক উন্নয়ন তুলে ধরার জন্য আরও উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান বিশ্বে বাংলাদেশের সশস্ত্রবাহিনী শান্তির দূত হিসেবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এইচএডি/