সোমবার (২৮ অক্টোবর) সিউলে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এশিয়া কালচার ইনস্টিটিউট ও গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের সহযোগিতায় সিউল থেকে ২৬৮ কিলোমিটার দূরে গুয়াংজু শহরের এশিয়া কালচার প্লাজায় এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় ২৩-২৪ অক্টোবর।
অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
২৩ অক্টোবর অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠানটি উদ্বোধন করেন এশিয়া কালচার সেন্টারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লি জিন শিক।
সেখানে বাংলাদেশের জন্য নির্ধারিত স্টলে নানা ধরনের স্বদেশী হস্তশিল্প- যেমন ঐতিহ্যবাহী পাটজাতদ্রব্য, নকশীকাঁথা, কাঠের পুতুল, বাঁশি, হাতপাখা, অলঙ্কার ইত্যাদি প্রদর্শন করা হয়। সেই সঙ্গে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ ও পর্যটন সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
এছাড়া, দূতাবাসের সংগীত পরিবেশনা উপস্থিত সংগীতপ্রেমীদের কাছে প্রশংসিত হয়।
সেখানে বাংলাদেশ দূতাবাসের এই সরব উপস্থিতি স্বাগতিক দেশে ও আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে আরও বিস্তারিতভাবে তুলে ধরে।
এছাড়া এটি স্থানীয় প্রশাসনসহ ব্যবসা ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তঃসংযোগ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এফএম/এএ