ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিডনিতে নির্মিত গানচিত্র ‘এবার যদি ফিরে আসি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
সিডনিতে নির্মিত গানচিত্র ‘এবার যদি ফিরে আসি’

অস্ট্রেলিয়া: বৈশ্বিক মহামারি করোনার আতঙ্ক এখন পুরো বিশ্বে, তবুও কি থামিয়ে রাখা যাবে মানুষের জীবনের গতি! জীবন চলে তার নিজের গতিতে, কখনো হয়তো ছন্দ পতন ঘটে। 
 

এই সংকটের সময় স্থবির বিনোদন জগত। তবে আশার কথা হচ্ছে কিছু কিছু প্রযোজনা প্রতিষ্ঠান দুর্যোগ মোকাবিলা করেই কাজ করে যাচ্ছে।

তেমনি একটি প্রযোজনা প্রতিষ্ঠান স্বদেশ এন্টারটেইনমেন্ট।

সম্প্রতি সিডনিতে একটি গানচিত্রের শুটিং সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটির একটি টিম।

‘এবার যদি ফিরে আসি’ শিরোনামের গানটির কথা লিখেছেন আরিফুর রহমান ও সুর করেছেন মাহমুদুল হাসান। জায়েদ রিজওয়ানের পরিচালনায় এতে মডেল হয়েছেন সাদী, রুপন্তি ও মাসুদুর রহমান।  

গানচিত্রটি প্রসঙ্গে প্রযোজক ফয়সাল আজাদ বলেন, স্বদেশ এন্টারটেইনমেন্ট সবসময় নতুন কিছু করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। গানের কথা ও সুর খুবই ভালো হয়েছে। আশা করি দর্শকের মন জয় করতে পারবে।  

তিনিও আরো বলেন, ইতোমধ্যেই সিডনির দৃষ্টিনন্দন জায়গায় গানচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। এবং খুব শিগগির গানচিত্রটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।