ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মাল্টায় আ'লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
মাল্টায় আ'লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে মাল্টা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানিয়েছে। আয়োজন উপলক্ষে স্থানীয় অভিজাত হোটেল ব্লুবের কনফারেনস রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও সকল শহীদের আত্মার শান্তি কামনায় পালন করা হয় এক মিনিট নীরবতা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাল্টা আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাল্টা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাল্টা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুরসালিন আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাল্টা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজিম আলি স্বপন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মাল্টা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি জাকারিয়া।

মাল্টা আওয়ামী লীগের সভাপতি মসিউর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। বাংলাদেশ আওয়ামী লীগ ৭১তম বছরে পা রেখেছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীসহ প্রতিটি নেতাকর্মীর সাফল্য কামনা করি।

সিনিয়র সহ-সভাপতি কাজিম আলি স্বপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীনতম দল। এই দলের মধ্য দিয়েই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কারণে দেশের জনগণ আজ শান্তিতে বসবাস করতে পারছে।

মাল্টা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী জাকারিয়া বলেন, প্রাচীনতম দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ খুব গর্বের সঙ্গে দেশ উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে।  

এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন, মোহাম্মদ করিম, মনির খান, তরিকুল ইসলাম মিল্টনসহ আরও অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রবিউল, হাবিবুর রহমান, পলাশ তালুকদার, সাইফুল ইসলাম তালুকদার, আবু সাইদ হৃদয়, মোহাম্মদ জুয়েল, আব্দুল বাছিত, আনোয়ার হোসেন, আশ্রাফ উদ্দিন, তানভীর রহমান, মোহাম্মদ মুকুল, শাহজাহান, অহিদুর রহমান, সিফাত হোসেন, মাহমুদুল ঈছা, জহিরুল আলম, সুমন শেখ, মোহাম্মদ রাজু, মোহাম্মদ জামালসহ মাল্টা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতা-কর্মী।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এইচএমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।