ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিডনিতে ‘কোভিড হিরো সম্মাননা অ্যওয়ার্ড’ প্রদান

শতদল তালুকদার, অস্ট্রেলিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
সিডনিতে ‘কোভিড হিরো সম্মাননা অ্যওয়ার্ড’ প্রদান

সিডনির স্থানীয় সময় ১৫ নভেম্বর (রোববার) দুপুর ১২টায় ব্যাংকস টাউনস্থ হিমালয় এ্যামপোরিয়াম অ্যান্ড ফাংশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলস সরকারের পক্ষ থেকে ‘কোভিড হিরো অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিশেষত: চাকরিচ্যুত অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি শরণার্থী ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বিদেশি শিক্ষার্থীদের জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশি সংগঠনগুলোর সক্রিয় সহায়তার স্বীকৃতি স্বরূপ নিউ সাউথ ওয়েলস সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।

 

সম্মাননা অ্যওয়ার্ড প্রদান করেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সরকার দলীয় এমপি ও সহকারী স্পিকার মার্ক কৌর এবং ইস্ট হিলস এলাকার সরকার দলীয় এমপি উওয়েন্ডি লিন্ডসে।  

অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের সংগঠন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলসহ মোট ১২টি প্রবাসী বাংলাদেশি সংগঠন ও ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান মানবিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করায় কোভিড-১৯ সম্মাননা পুরস্কারে ভূষিত হয়।

অনুষ্ঠানের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন ক্যান্টারবারি-ব্যাংকস টাউন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও অস্ট্রেলিয়ান লিবারেল পার্টি ল্যাকাম্বা শাখার সভাপতি মোহাম্মদ শাহে জামান টিটু।

অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর এনি সাবরিনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মার্ক কৌর এমপি, উওয়েন্ডি লিন্ডসে এমপি, কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, ডা. আয়াজ চৌধুরী, কাউন্সিলর জর্জ জাখিয়া, টেলেঅজ ডট কমের সিইও জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা কোভিডের সময়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সামাজিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্রান্ডিং বাংলাদেশ ইনক, চ্যারিটি ফর লাইভ অস্ট্রেলিয়া, সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট ফর ম্যানকাইন্ড, আপিল ফর হিউমানিটি, গ্রসারি অ্যান্ড ফুড ডোর টু ডোর, ওয়ার এগেনেসট কোভিড, ম্যান ফর ম্যানকাইন্ড-লাইভ ফর লিভস, মাল্টিকালচারাল সোসাইটি অফ ক্যাম্বেলটাউন, লেটস শেয়ার টুবি ফেয়ার, শেয়ার উইথ লাভ, এক্স ইউবিয়ান অস্ট্রেলিয়া। ব্যবসা প্রতিষ্ঠাগুলো হচ্ছে টেলেঅজ ডট কম, অসট্রাল বিল্ড, ইএসআই গ্লোবাল সার্ভিসেস, টিএম এলায়েন্স মোটর গ্রুপ, বিঙ্গ ফাইনান্স, এ অ্যান্ড ও হোমস, নার্গিস কেবাব অ্যান্ড চিকেন রেস্টুরেন্ট, চকলেট ডি মনডও, বারুদ।

শারীরিক দূরত্ব মেনে প্রায় ১৫০ জন অতিথি এই অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।