ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

৪১ বছর পর দুবাই বাংলাদেশ কন্স্যুলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল

মোহাম্মদ ইরফানুল ইসলাম  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
৪১ বছর পর দুবাই বাংলাদেশ কন্স্যুলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল

আমিরাত থেকে: দুবাই বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তৈরি হওয়ার ৪১ বছর পর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে দুবাই কন্স্যুলেট ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করলেন ডেপুটি কন্সাল জেনারেল মো. সাহেদুল ইসলাম।

এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, আমিরাতে মুক্তিযাদ্ধার সন্তান ও স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিদের সহযোগিতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর ম্যুরাল আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ ম্যুরাল উন্মোচনে করতে সক্ষম হয়েছি।

এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণের দেয়ালে অঙ্কন করা হয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক ছবি।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।